ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে ক্রাইম ড্রামা সিরিজ ‘ভৌকাল ২’

নিজস্ব সংবাদদাতা:  আগামী ২০জানুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে ক্রাইম ড্রামা সিরিজ ‘ভৌকাল ২’। সদ্যই মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার।

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘ভৌকাল’-এর নতুন সিজনটি। সিরিজে এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার নবীন শিখেরার চরিত্রে অভিনয় করছেন অ্যাকশন স্টার মোহিত রায়না। মোহিত ছাড়াও সিরিজে অভিনয় করছেন বিদীতা বাগ, সিদ্ধান্ত কাপুর সহ অন্যান্যরা।

‘ভৌকাল’-এর প্রথম সিজনও ছিল রীতিমতো টানটান এবং অ্যাকশনে ভরপুর। তাই এই ড্রামা সিরিজকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেশি। প্রথম সিজনের মত দ্বিতীয় সিরিজটিও যে অ্যাকশনে ভরপুট থাকবে,তা ট্রেলারেই স্পষ্ট।

আরও পড়ুন: মুজিব জন্মশতবর্ষে ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে প্রকাশিত হল আবৃতির অ্যালবাম

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল