প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, দিল্লি আদালতের সমন জারি

নয়াদিল্লি: বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর বিরুদ্ধে একটি প্রতারণার মামলায় সমন জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। মামলাটি ‘গরম ধরম ধাবা’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে। দিল্লির এক ব্যবসায়ী সুশীল কুমার অভিযোগ করেছেন, তাঁকে ওই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়েছে।

বিচারক যশদীপ চাহাল সম্প্রতি এই সমন জারি করেন। বিচারক পর্যবেক্ষণে জানান যে, “প্রমাণে দেখা যাচ্ছে অভিযুক্তরা একসঙ্গে প্রতারণার উদ্দেশ্যে অভিযোগকারীর সঙ্গে প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছেন।” মামলাটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

ধর্মেন্দ্র সম্প্রতি মুম্বইয়ে তাঁর ৮৯তম জন্মদিন উদ্‌যাপন করেন। তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ভক্তরা তাঁর জনপ্রিয় ছবির পোস্টার এবং ছবির মাধ্যমে জন্মদিন উদ্‌যাপন করেন।

বলিউডের ‘হি-ম্যান’ নামে পরিচিত ধর্মেন্দ্রর ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের কেরিয়ারে শোলের মতো আইকনিক ছবি থেকে শুরু করে দ্য বার্নিং ট্রেন, ধরম বীর, সীতা অউর গীতা, চুপকে চুপকে এবং বন্দিনী-র মতো বহু সফল ছবি রয়েছে।

তথ্য ও ছবি: ইন্ডিয়া টিভি

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল