ব্যোমকেশের বেশে নিজের ছবি প্রকাশ্যে আনলেন দেব, জানালেন মুক্তির তারিখ

বড়োপর্দায় ব্যোমকেশ হচ্ছেন দেব। গত ২৮ জানুয়ারি সকলকে চমকে দিয়ে এই ঘোষণা করেছিলেন তিনি। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। এ বার নিজেই জানালেন ছবি মুক্তির তারিখ।

বিরসা দাশগুপ্তের নতুন ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’-র শ্যুটিং শেষ বলে জানালেন দেব। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষে ছবি শেয়ার করেছেন। এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দেব-কে। রুক্মিণী মৈত্রকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। শ্যুটিং শেষের পরে দেব প্রথম প্রকাশ্যে আনলেন ব্যোমকেশের বেশে তাঁর ছবি।

ইনস্টাগ্রামে দেব লেখেন, ‘যাই বল… দারুণ হল। যার শেষ ভাল, তার সব ভাল। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র শ্যুটিং আজ শেষ হল। দেখা হচ্ছে সিনেমা হলে।’ এর পরই জানিয়েছেন ২০২৩ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্যোমকেশ।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল