Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রয়াত বলিউডের ‘হী-ম্যান’ ধর্মেন্দ্র, মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ - NewsOnly24

প্রয়াত বলিউডের ‘হী-ম্যান’ ধর্মেন্দ্র, মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ

বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত। রবিবার, ২৪ নভেম্বর সকালে মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। নভেম্বরের শুরুতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় বারো দিনের চিকিৎসার পরে কিছুটা সুস্থ হওয়ায় তাঁকে ছাড়া দেওয়া হয়। কিন্তু সুস্থতা আর দীর্ঘস্থায়ী হল না। আগামী ৮ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিন পালন হওয়ার কথা ছিল।

১৯৬০ সালে দিল ভি তেরা হম ভি তেরে ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। প্রথম দিকে সংবেদনশীল, আবেগঘন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। অনপঢ়, বন্দিনী, অনুপমা, আয়া সাওয়ান ঝুম কে—এই ছবিগুলিতে তাঁর উপস্থিতি নজর কাড়ে সমালোচকদেরও।

পরবর্তী সময়ে তিনি বলিউডে “হী-ম্যান” নামে পরিচিত হন। তাঁর অভিনীত শোলে, চুপকে চুপকে, ধর্ম বীর, মেরা গাঁও মেরা দেশ, ড্রিম গার্ল—বলিউডের ইতিহাসে আইকনিক স্থান দখল করে আছে। রোম্যান্স, কমেডি, অ্যাকশন—সবই সহজাত দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে শাহিদ কপূর ও কৃতি শ্যাননের সঙ্গে তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। মৃত্যুর আগে তাঁর হাতে ছিল আর একটি ছবি—ইক্কিস। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা মুখ্য চরিত্রে অভিনীত এই ছবি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর

ধর্মেন্দ্রর প্রয়াণে শোকাহত বলিউড। সিনে-প্রেমীরা স্মরণ করছেন তাঁর সেই অদম্য পরিশ্রম, বিনয় ও ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তাঁর অবদান সর্বদা অমলিন হয়ে থাকবে।

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়