বিয়ের এক মাসের মধ্যেই মা হতে চলেছেন, সুখবর দিলেন দিয়া

ডেস্ক: ‌ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়া মির্জা। প্রেমিক বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। এরপরই নবদম্পতি মালদ্বীপে হানিমুনে যান।

‌সেখান থেকে অনুরাগীদের জন্য ছবিও পোস্ট করেন। শুধু দিয়া, বৈভব নয়। বৈভবের আগের পক্ষের মেয়েও গিয়েছিল সেখানে। মেয়েকে নিয়ে হানিমুনে গিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন দিয়া। আর এবার সেই হানিমুনে গিয়েই সুখবর দিলেন দিয়া। মা হচ্ছেন তিনি। বিয়ের এক মাস হতে না হতেই মা হওয়ার সুখবর দিলেন নায়িকা।

নতুন সদস্য আসছে তাঁদের পরিবারে।মালদ্বীপে সূর্যাস্তের সামনে দাঁড়িয়ে বেবি বাম্পের ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘এটা আশির্বাদের মতো। জীবনের জন্ম। যে জীবন নতুন আর এক জীবনের শুরু। সব গল্প, ঘুম পাড়ানি গান, নতুন অনুভূতি। আর এক আশা। আমার গর্ভে সব স্বপ্নের জন্ম।’

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল