ভ্যালেন্টাইনস ডেতে চোখ রাখুন প্রেমের ‘ডিকশনারি’-তে

ওয়েবডেস্ক : ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১২ ই মার্চ মুক্তি পেতে চলেছে ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’। এই ছবির মাধ্যমে প্রায় ১০ বছর পর পরিচালনায় ক্যামব্যাক করলেন ব্রাত্য বসু। পাভেল পরিচালিত ছবি ‘অসুর’ এর পরে নতুন বছরে ফের আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় স্ক্রিন শেয়ার করছেন নুসরত জাহান।

‘ডিকশনারি’ তে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।বুদ্ধদেব গুহর লেখা দু’টি ছোটগল্প ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘ডিকশনারি’।

আরও পড়ুন : রাজীব কাপুরের মৃত্যু, আদরের ‘চিম্পুকে’ শেষ বিদায় বলিউডের

ছবিতে পুরুলিয়ার বন বিভাগের আধিকারিক অশোক সান্যালের চরিত্রে অভিনয় করছেন আবির।ছবিতে আবিরের স্ত্রী স্মিতার চরিত্রে রয়েছেন নুসরত।

আবির-নুসরত ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পৌলমী বসু এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম।ছবির শ্যুটিং হয়েছে কলকাতা এবং শান্তিনিকেতনের বেশ কিছু এলাকায়।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল