পথচারীকে পিষে মারার অভিযোগে তিন দিন সেন্ট্রাল লক আপে গ্রেফতার পরিচালক

ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত ওরফে ভিক্টো দাসের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীর প্রাণ কেড়েছেন তিনি। রবিবার সকালে ঠাকুরপুকুরে এই ঘটনা ঘটার পর সোমবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক নির্দেশ দেন, তিন দিন সেন্ট্রাল লক আপে থাকবেন ভিক্টো। ফের আদালতে তোলা হবে ১০ এপ্রিল।

পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাত পর্যন্ত পার্টি করেছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋ সেনগুপ্ত, স্যান্ডি সাহা এবং প্রযোজক শ্রিয়া বসুর সঙ্গে। সেই অবস্থাতেই গাড়ি চালাতে গিয়ে একটি বাজারে ঢুকে পড়েন তিনি। জখম ছ’জন পথচারী। তাঁদের মধ্যে এক জন রবিবার বিকেলে মারা যান।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়িতে তোলার সময় কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু বেসামাল অবস্থায় একাধিকবার পড়ে যাচ্ছেন। তাঁকে পরে পুলিশ ছেড়ে দিলেও সোমবার সকালে বৈঠকে হাজির ছিলেন তিনি।

সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকেই টলিউড তোলপাড়! শুধু টলিপাড়া নয়, ক্ষোভ জমেছে আমজনতার মনেও। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটেছে টেলিপাড়ায়। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, “নিরীহ পথচারীর মৃত্যুর দায় কি টেলিপাড়া নেবে?” রূপা ভট্টাচার্য তুলনা টানেন সলমনের সঙ্গে—“ওখানে ফুটপাথে, এখানে বাজারে! শুধু সময়টা আলাদা।”

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল