ফুসফুসে সংক্রমণ, হাসপাতালে ভর্তি পরিচালক অনীক দত্ত

কলকাতা: পরিচালক অনীক দত্ত অসুস্থ। ফুসফুসের সংক্রমণ নিয়ে, মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে ভুগছিলেন অনীক। সোমবার রাতে শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই বেড়ে গিয়েছিল। তাই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, পরিচালকের ফুসফুসে সংক্রমণ রয়েছে। যার জেরে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। পরিচালকের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

ঘটনায় প্রকাশ, অসুস্থ শরীর নিয়েই রবিবার ডব্লিউবিএফজেএ আয়োজিত সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন অনীক। মঞ্চে উঠতেই অসুবিধা হচ্ছিল। এমনকী কথা বলতেও বেশ সমস্যা হচ্ছিল তাঁর। অনুষ্ঠান চলাকালীনই পরিচালকের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে, একবারের পর সেদিন তাঁকে আর মঞ্চে তোলা সম্ভব হয়নি। এমনকী মঞ্চের নীচে দাঁড়িয়েই ‘অপরাজিত’-র জন্য বর্ষসেরা ছবির পুরস্কার গ্রহণ করেন তিনি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে টলিউডে ঝড় তুলেছিলেন অনীক। একে একে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাথবদ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো ছবি তৈরি করেছেন তিনি। গত বছর সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ নির্মাণের নেপথ্য কাহিনি নিয়ে ‘অপরাজিত’ তৈরি করেন অনীক দত্ত। গত বছরের ব্যবসায়িক ভাবে অন্যতম সফল ছবি এটি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল