অরিজিৎ সিং অসুস্থ! বাতিল সব কনসার্ট

কলকাতা: স্বাস্থ্য সমস্যার কারণে সমস্ত শো স্থগিত রাখলেন অরিজিৎ সিং। শো বাতিল হওয়ায় ভক্তদের কাছে চেয়ে নিলেন ক্ষমা। নিজের ভেরিফায়েড ইনস্টা প্রোফাইল থেকে বিস্তৃত বক্তব্য শেয়ারও করেছেন গায়ক।

অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি মেডিক্যাল এমার্জেন্সির কারণে আমি অগস্টের সমস্ত কনসার্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। আমি জানি আপনারা অধীর আগ্রহে এই শোগুলির জন্য অপেক্ষা করছেন। আমি অন্তর থেকে ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের একমাত্র শক্তি।’

১১ আগস্ট থেকে যুক্তরাজ্য সফর শুরু করার কথা ছিল । কিন্তু এই কারণেই বাতিল হয়েছে তাঁর গোটা আগস্ট মাসের সব কনসার্ট। নিজের অসুস্থতার খবরের পাশাপাশি সেপ্টেম্বর মাসে কনসার্টের নতুন ডেটও জানিয়ে দিয়েছেন গায়ক।

নতুন করে বলার নয়, বলিউড, টলিউডের বহু গান দেশ নয়, বিদেশেও কোটি কোটি মানুষের মন জয় করেছেন। বলিউডের একাধিক সিনেমার হিট টাইটেল ট্র্যাক তাঁর গাওয়া। দ্রুত এই পরিস্থিতি থেকে অরিজিৎ সিং বেরিয়ে আসুন, সেই কামনা করছেন অনুরাগীরা।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল