কলকাতা: কাঞ্চনের দাম্পত্য জীবন এক ঘরের গন্ডি পেরিয়ে সংবাদমাধ্যমে। শনিবার রাতে কাঞ্চন মল্লিকের নামে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনের পাশাপাশি তাঁর চর্চিত প্রেমিকা, অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের নামেও অভিযোগ করেছেন পিঙ্কি।এরপরই রবিবার স্ত্রী-র বিরুদ্ধে চেতলা থানায় পাল্টা অভিযোগ করেন কাঞ্চন। পিঙ্কির বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজও। সব মিলিয়ে দু’পক্ষের অভিযোগ ঘিরে সরগরম পরিস্থিতি।
আরও পড়ুন: ওয়েবে মুক্তি পেতে চলেছে ‘অন্তর্দ্বন্দ্ব’
স্ত্রীর অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিনেতা-বিধায়ক কাঞ্চন জানান, তিনি এখন অভিনেতার বাইরে একজন জন-প্রতিনিধিও। শ্রীময়ী এবং তাঁর দিকে যেভাবে তেড়ে এসেছিলেন ওঁরা, সেটা বেজায় অপমানজনক। তাই আইনের পথে হেঁটেছেন কাঞ্চন। উল্লেখ্য, ওঁরা বলতে অভিনেতা এখানে কারও নাম না নিলেও তা যে, সোজাসুজি স্ত্রী পিঙ্কি এবং তাঁর দাদার বিরুদ্ধেই ইঙ্গিত করে, সেটা বোধহয় আর উল্লেখ করার প্রয়োজন পড়ে না।