প্রথম পাতা খবর পুজোর মধ্যেই ২৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর মধ্যেই ২৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

74 views
A+A-
Reset

ডেস্ক: পুজোর আগেই রাজ্যে আপার প্রাইমারি এবং প্রাইমারিতে মোট ২৪,৫০০ শিক্ষক নিয়োগ করা হবে৷ সোমবার নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আদালতে মামলা চলার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল৷ এবার সেই প্রক্রিয়া চালু করা হবে৷ পুজোর পরে প্রাইমারিতে আরও সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷


মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজোর মধ্যেই ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে৷ প্রাইমারিতেও আরও সাড়ে দশ হাজার শিক্ষক নিয়োহ হবে৷৷ পুজোর পরে মার্চ মাসের মধ্যে প্রাইমারিতে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ অর্থাৎ সবমিলিয়ে প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ ফলে স্কুলগুলিরও সুবিধে হবে৷’

আরও পড়ুন: অস্বস্তি বাড়ল রাজ্যের, ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট


মু্খ্যমন্ত্রী অবশ্য আশ্বস্ত করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেবে রাজ্য সরকার৷ শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই নিয়োগ করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মেধাই তাঁদের পরিচয় হবে৷ কারও কাছে লবি করার প্রয়োজন নেই৷ যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, যোগ্য প্রত্যেকে চাকরি পাবেন৷ আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল৷’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.