দেবারতি ঘোষ: সিটি অফ জয় ঘুরে এবার নিজের শহরে ফিরলেন আলিয়া ভাট। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সঞ্জয়লীলা বনসালির ছবি গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি।তাই ছবির শেষ মুহূর্তের প্রমোশনে সোমবার কলকাতায় এসেছিলেন আলিয়া।আলিয়ার হাত ধরেই এদিন প্রিয়া সিনেমা হলে হয়ে গেল এই ছবির তৃতীয় গান লঞ্চ।
নতুন গানে সন্দীপ মাহেশ্বরীর সঙ্গে ভরপুর রোম্যান্স,বন্ধথ গাড়িতে কাছাকাছি আলিয়া-সন্দীপ,ছবির এক অন্য ফ্লেভার এবার তুলে আনলো।সঞ্জয়লীলা বনসালির কম্পোজিশনে তৈরি এই গানে গাঙ্গুর প্রেমলীলাতে আরও একবার দর্শকের নজর আটকে গেল।ছবির তৃতীয় গান,যাব সাইয়ার পর মেরি জান, রোম্যান্টিক এই গানে অন্য লুকে ধরা দিয়েছেন আলিয়া।গত মঙ্গলবারই মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিওয়াড়ির দ্বিতীয় গান।ছবিতে করিম লালার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ।
ছবিতে আলিয়াকে দেখা যাবে সাবেকি লুকে ধরা দিতে।ছবিতে আলিয়াকে দেখা যাবে কপালে বড় লাল টিপ,চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে।’গাঙ্গুবাঈ’কে মুম্বইয়ের মাফিয়া কুইনও বলা হয়।দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই।