২৫ মিনিটের ছবির মধ্যে দিয়ে লকডাউনে বদলে যাওয়া জীবন, পরিস্থিতিকেই তুলে ধরলেন গৌতম ঘোষ

ডেস্কঃ পুরুলিয়ায় সদ্যই শেষ হয়েছে গৌতম ঘোষের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সময়ের স্মৃতিমালা’-র শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন গার্গী রায় চৌধুরী। ছবিতে গৌতম ঘোষের সঙ্গে প্রথমবার কাজ করলেন গার্গী। গার্গী অভিনীত চরিত্রের নাম সুমিতা। সুমিতার চরিত্রটি একজন স্কুল শিক্ষিকার। খুব সাধারণ একটা চরিত্র হওয়ায় দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবে।ছবিতে দেখানো হবে নিউ নোরম্যালে সুমিতাও অনলাইন ক্লাসে অভ্যস্ত হচ্ছেন। ছবির অনেকটা অংশের শ্যুটিং পুরুলিয়ায়। লাল মাটির দেশে গিয়ে সেও যেন প্রাণ খুলে বাঁচতে চাইছে। লকডাউনে বদলে যাওয়া জীবন, পরিস্থিতিকেই তুলে ধরা হবে ২৫ মিনিটের এই ছবিতে।

পুরুলিয়ার পর এবার জোরকদমে শ্যুটিং চলছে কলকাতায়।পুরুলিয়ার শ্যুটিং শেষ হয়ে গেলেও গার্গীর এখনও ঘোর কাটেনি লাল মাটির দেশের । গৌতম ঘোষের সঙ্গে কাজ করা তাঁর কাছে স্বপ্ন ছিল।সেই স্বপ্ন পূরণ হওয়াতে এখন খুশি গার্গী।সময়ের স্মৃতিমালা’-র সৌজন্যেই প্রথম পুরুলিয়ায় পা রাখলেন গার্গী। অভিনেত্রী জানিয়েছেন, ‘পুরুলিয়া’য় এখন ৩৮ ডিগ্রি টেম্পারেচার। কিন্তু কাজের উদ্দীপনায় সব কষ্ট ফিকে হয়ে যেত। এই কাজের সুযোগটাও তাঁর কাছে আসে হঠাৎ করেই। গৌতম ঘোষ হঠাৎ একদিন ফোন করে গার্গীকে জানিয়েছেন, ‘চল গার্গী নতুন কিছু একটা কাজ করা যাক।’

আরও পড়ুনঃ রহস্য-রোমাঞ্চে ভরপুর, ওয়েব সিরিজে সোহম-শ্রাবন্তী জুটি

আপাতত ছোট ছবি, পরে আরও বড় কাজ করার পরিকল্পনা রয়েছে।’এই ছবিতে গার্গীর গাওয়া ২ টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। সেটা ঠিক গান নয়, অভিনয়। এটাই অভিনেত্রীর প্রথম প্লেব্যাক।এছাড়া ও গার্গীর হাতে রয়েছে এখন বেশ কিছু কাজ। মহাশ্বেতা দেবীর জীবন আধারিত ছবি ‘মহানন্দা’-র মুখ্য ভূমিকায় অভিনয় করছেন গার্গী।শীঘ্রই ‘হামি-২’- এর কাজ শুরু হবে। ছোটদের নিয়ে আবার একটা কাজ। অরিন্দম শীল এবং শুভেন্দু দাসমুনসী সঙ্গে কাজ করছেন তিনি।একটা ওয়েব সিরিজ নিয়ে প্রাথমিক কথা চলছে। এতদিন গার্গী কোনও ওয়েব সিরিজ করেননি,কারণ চিত্রনাট্যে প্রয়োজন নেই, এমন কোনও দৃশ্য করতে চান না তিনি।ডেস্কঃ

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল