শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘কলকাতায় হ্যারি’

ডেস্ক: শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘কলকাতায় হ্যারি’।ছবির পরিচালক রাজদীপ ঘোষ। এই ছবির হাত ধরেই প্রযোজনায় ডেবিউ করলেন অভিনেতা সোহম চক্রবর্তী। ফার্স্ট লুকের পর সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার।রূপকথা এবং ম্যাজিকের মেলবন্ধনে তৈরি হওয়া ‘কলকাতায় হ্যারি’ ছবিটি মূলত ছোটদের কথা ভেবেই তৈরি হয়েছে। যদিও ছবিটি দেখতে ভালো লাগবে বড়দের ও।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকার।

আরও পড়ুন: ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেটে শুধু মায়ের নাম রাখতে চান, পুরসভায় নুসরত , সঙ্গে যশ

এই ছবির হাত ধরেই দর্শকরা পেতে চলেছেন সোহম- প্রিয়াঙ্কার নতুন জুটি।এই ছবির মাধ্যমে টলিউড নতুন প্রযোজক পাওয়ার পাশাপাশি নতুন জুটি উপহার দিতে চলেছে সিনেপ্রেমী দর্শকদের।ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ‘কলকাতায় হ্যারি’ প্রযোজনা এবং অভিনয়ের মাধ্যমে একেবারে অন্যধারার ছবি দর্শকদের উপহার দিতে চান সোহম।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল