বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনেজগতে। ২৪ নভেম্বর তাঁর মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল ভক্ত ও সহকর্মীরা। সেই আবহেই অবশেষে নীরবতা ভেঙে নিজের অনুভূতি ভাগ করে নিলেন তাঁর ‘ড্রিমগার্ল’ ও স্ত্রী হেমা মালিনী। ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় হৃদয়ের কথা তুলে ধরলেন তিনি।
ধর্মেন্দ্রর সঙ্গে নিজের জীবনের নানা বিশেষ মুহূর্ত ও পারিবারিক ছবির কোলাজ শেয়ার করে হেমা লিখেছেন, “ধরম জি—তিনি আমার সবকিছু ছিলেন। আমার স্বামী, আমার দুই সন্তান এষা ও অহনার স্নেহময় বাবা, আমার বন্ধু, পথপ্রদর্শক। জীবনের প্রতিটি উত্থান-পতনে তাঁকে পাশে পেয়েছি। আমার অস্তিত্বের প্রতিটি পরতে তিনি জড়িয়ে ছিলেন।”
এতেই থেমে থাকেননি হেমা। তিনি আরও লেখেন, “নিজের ব্যবহার ও পরিচয়ে তিনি আমার পরিবারকে নিজের করে নিয়েছিলেন। তাঁর অভিনয় ও কর্মদক্ষতা তাঁকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে। তাঁর তুলনা তিনি নিজেই। এত বছরের পথচলার সঙ্গী ছিলেন তিনি। এই ক্ষতি একান্তই আমার ব্যক্তিগত ক্ষতি—যা সারাজীবন আমায় আচ্ছন্ন করে রাখবে। এই শোক কোনও দিনও ভোলার নয়। তাঁর সঙ্গে কাটানো স্মৃতিগুলোকেই আঁকড়ে বাকি জীবনটা কাটাব।”
ধর্মেন্দ্রর প্রতি হেমার এই আবেগপূর্ণ বার্তায় বলিউডে ফের শোকের স্রোত। বলা বাহুল্য, এই সম্পর্ক শুধুই পর্দার রোমান্সে সীমাবদ্ধ ছিল না—বাস্তব জীবনেও ছিল গভীর বন্ধন।
উল্লেখ্য, প্রয়াত অভিনেতার স্মরণে ২৭ নভেম্বর মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে স্মরণসভার আয়োজন করেছে দেওল পরিবার। বিকেল ৫.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত চলবে এই স্মরণ অনুষ্ঠান, যেখানে পরিবার, বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠরা উপস্থিত থাকবেন।
ভারতের চলচ্চিত্র ইতিহাসে অমর হয়ে থাকা ধর্মেন্দ্রর প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়া কঠিন। তাঁর জীবনের সঙ্গীর হৃদয় ছুঁয়ে যাওয়া এই বার্তাই যেন সেই শোকের গভীরতা আরও স্পষ্ট করে দিল।