Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ? - NewsOnly24

প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ?

ডেস্ক: মুক্তি পেলো আতিউল ইসলামের ছবি ‘কিশলয়’ এর পোস্টার ও ফার্স্ট লুক। ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত প্রমুখ।ছবিতে অনান্য ভূমিকায় অভিনয় করছেন বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখোপাধ্যায়। থ্রিলার ভিত্তিক এই ছবিতে উঠে আসবে ছোট্ট একটি মেয়ের আত্মহত্যার পিছনের গল্প।প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নাকি অনেক নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ?

ছবিতে দেখা যাবে, সাত বছরের মেয়ে অন্তরা,বাড়ির সকলের অনুপস্হিতিতে বেছে নিয়েছে আত্মহননের পথ। তবে আত্মহত্যা করার আগে সে খাতার সাদা পাতায় লিখে যায়,বাবা তাকে মেরেছে, বাবা খুব খারাপ। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ অন্তরার বাবা অরিত্র গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। সরকারি পক্ষের উকিল অরিত্রর শাস্তির ব্যবস্থা করে।ছবিতে উকিলের চরিত্রে রয়েছেন দেবলীনা।ছবিতে উঠে আসে পারিবারিক অসামঞ্জস্যের গল্পও।

ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স।জীবনের এই কঠিন বাস্তবকে নিয়ে তৈরি হয়েছে ‘কিশলয়’ এর চিত্রনাট্য। শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে দেখা যাবে অন্তরার ভূমিকায়। ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। ছবি প্রযোজনায় আরণ্যক বন্দ্যোপাধ্যায়। ‘আরণ্যক ফিল্মস’ প্রোডাকশন-এর ব্যানারে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। 

Related posts

বারাণসীতে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়! পাত্রী মডেল ঋত্বিকা গিরি

লক্ষ্মী এলো ঘরে’ প্রিমিয়ারে অভিষেক, গল্পের ছলে তৃণমূল সরকারের ১৫ বছরের উন্নয়নের ডকুমেন্টেশন

ইন্ডিয়ান আইডল তারকার আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর