283
বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শনে এলেন বলিউড অভিনেত্রী কাজল। পরনে পিচ রঙা শাড়ি, সাজেও একেবারে আদ্যোপান্ত বাঙালি। অনুরাগীদের উচ্ছ্বাসে ভিড় সামলাতে হিমশিম খেতে হল দেহরক্ষীদের।
বিশাল পুরিয়ার আগামী ছবি ‘মা’-র জন্যই কলকাতায় এসেছেন কাজল। শুভ সূচনার আগে মায়ের আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে পুজো দিলেন। পুজোর পর মন্দির প্রাঙ্গণে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকেন, তার পর পাড়ি দেন বিমানবন্দরের দিকে।
এই ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করছেন খুদে অভিনেত্রী রূপকথা চক্রবর্তী। আগামী সপ্তাহেই মুক্তি পাবে ছবির প্রথম ঝলক।