আনন্দ নগরীতে এবার হলিউডি কবিতা

ওয়েবডেস্ক : কলকাতায় হলিউড!

হ‍্যাঁ, এমনটাই হতে চলেছে ১৯ ডিসেম্বর থেকে। একটি পূর্ণদৈর্ঘ্যের হলিউড ছবির শ্যুটিং হবে শহর কলকাতায়। ছবির নাম ‘কবিতা এন্ড টেরেসা’। বণিতা সান্ধু, জ্যাকলিন ফ্রিতসাচি-করনাজ এবং দীপ্তি নাভালের মতো শিল্পীদের নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ছবির শ‍্যুটিং চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।

মূলত উত্তর কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে চিত্রায়নের জন্য। জীবনের বেশ কয়েকটা বছর কলকাতায় কাটিয়েছিলেন সন্ত টেরেসা। এই শহরে তাঁর তৈরি করা বিভিন্ন হাসপাতাল, হোম এখনও বহু মানুষের আশ্রয়। তাঁর জীবনের এই কর্মময় অধ‍্যায় ছবিতে তুলে ধরার জন্যই শহরের বিভিন্ন প্রান্তকে বেছে নেওয়া হয়েছে।

শ্যামপুকুর, গিরিশ পার্ক, নর্থ পোর্ট, নিউ মার্কেটের মতো বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হবে। মাদার টেরেসা থেকে সন্ত টেরেসা, তাঁর জীবনের গল্পের মাধ্যমে মানুষকে অনুপ্রেরণা দেওয়া এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এই ছবির মূল লক্ষ্য। জ্যাকলিনকে এই ছবিতে দেখা যাবে মাদারের ভূমিকায়। ‘কবিতা এন্ড টেরেসা’র পরিচালনার দায়িত্বে রয়েছেন কমল মুসালে। এর আগেও বেশ কিছু ছবির জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছেন তিনি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল