কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: সপ্তাহান্তে উপচে পড়া ভিড় নন্দন চত্বরে

কলকাতা: চলছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর শুরু হয়ে ১২ ডিসেম্বর অবধি চলবে সিনেমার পার্বণ। আজ শনিবার, নন্দন চত্বরের ভিড়ের বহরও যথেষ্ট।

প্রতিদিনই সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র অভিনেতা-পরিচালকদের উপস্থিতিতে মুখরিত নন্দন চত্বর। ছবি দেখা, পাশাপাশি আড্ডা-আলোচনা-প্রদর্শনীও রয়েছে।

বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন কলকাতা চলচ্চিত্র উৎসবের দিকে। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি- স্পেন। সেই সঙ্গে স্পেশ্যাল ফোকাস কান্ট্রি- অস্ট্রেলিয়া। দেশ- বিদেশের একগুচ্ছ ভাল ছবি শহরে বসেই দেখতে পাচ্ছেন সিনেমাপ্রেমীরা।

ক’দিনের বৃষ্টি ভেজা দিন পার করে শনিবার আকাশ তুলনামূলক ভাবে ভালো। তার উপর সপ্তাহান্ত। ফলে ভিড় জমেছে নন্দন চত্বরে। প্রিয় তারকাদের চোখের সামনে দেখার সুযোগও হাতছাড়া করার নয়।

সমস্ত ছবি: রাজীব বসু

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল