এই প্রথম সানি দেওলের সঙ্গে জুটি বাঁধলেন প্রযোজক আমির খান, ছবির নাম ‘লাহোর ১৯৪৭’

নিজের পরবর্তী ছবি, ‘লাহোর ১৯৪৭’-এর ঘোষণা করে দিলেন আমির খান। রাজকুমার সন্তোষীর পরিচালনায়, সানি দেওল প্রধান ভূমিকায় অভিনয় করবেন এই ছবিতে। তবে আমিরকে অভিনয় করতে দেখা যাবে না, তিনি থাকছেন প্রযোজকের ভূমিকায়।

আমির খান প্রোডাকশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। লেখা হয়েছে, “অত্যন্ত প্রতিভাবান অভিনেতা সানি আর আমার অন্যতম প্রিয় পরিচালক রাজ কুমারের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি এই যাত্রা সমৃদ্ধ করবে আমাদের। আপনাদের আশির্বাদ চাই। এ।”

‘লাহোর ১৯৪৭’-এর মধ্যে দিয়েই এই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন আমির ও সানি। উল্লেখযোগ্য ভাবে, দুই তারকা এর আগে কখনোই একসঙ্গে কাজ করেননি। যা নিয়ে উচ্ছ্বসিত উভয়েরই অনুরাগীরা।

জানা যাচ্ছে, ‘লাহোর ১৯৪৭’ ছবিটি খুশওয়ান্ত সিং-এর উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’-এর উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল