কলকাতা: টলিপাড়ার হট এবং সেক্সি অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মধুমিতা সরকার। স্কুল জীবনে মডেলিং থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় তাঁর।প্রথম ধারাবাহিকেই দর্শকের মনে বেশ বড় একটা জায়গা করে নিয়েছেন এই সুন্দরী৷ ধারাবাহিকটি শেষ হওয়ার পর প্রথমে ‘কেয়ার করি না’ ধারাবাহিকে জুনির চরিত্রে অভিনয় করেন তিনি।তারপরই ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালে পাখির চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মধুমিতা। এরপর ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি প্রশংসা পায়।‘কুসুম দোলা’ ছিল মধুমিতার শেষ ধারাবাহিক। এরপর অভিনেত্রী ওয়েব সিরিজ এবং সিনেমাতে অভিনয় করা শুরু করেন।
২০১৯ সালে ‘জাজমেন্ট ডে’ ওয়েব সিরিজে সোহিনী সরকারের সঙ্গে মধুমিতা অভিনয় করেন।গত বছর ডিসেম্বরে রুপোলি পর্দায় মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’। ছবিতে চিনির চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা। চিনির অভিনয় বেশ ভালোই লেগেছে দর্শক মহলে।অভিনয়ের পাশাপাশি মধুমিতা এখন ফ্যাশনের এক অন্যতম নাম। অভিনয়ের পাশাপাশি নিজের বোল্ড ফটোশুটে মাতিয়ে রাখছেন সোশ্যাল মিডিয়া।ধারাবাহিকের লুক ছেড়ে নিজেকে সুন্দর করে গ্রুমিং করেছেন মধুমিতা।
আরও পড়ুন: বোল্ড লুকে বাজিমাত ঊষশীর
নতুন রুপে চেনা অভিনেত্রীকে দেখে ঘায়েল সকলে। আর এই রুপ দিয়ে এখন অভিনেত্রী হয়ে উঠেছেন টলিউডের হট ডিভা। কখনও শাড়ি,আবার কখনও শটস পড়ে ছবি পোস্ট করেন মধুমিতা।সব রকম পোশাকে নিজেকে সাবলীলভাবে উপস্থাপনা করতে বেশ পটু হয়ে উঠেছেন নায়িকা। আর নিজের দিকে কিভাবে ফোকাস রাখতে হয় তা ভালো করেই জানেন অভিনেত্রী।তাই ভক্তদের স্টাইল আইকন হয়ে উঠতেও বেশি সময় লাগেনি বঙ্গতনয়ার। দিনে দিনে নিজের চেনা ছক ভেঙে নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী।
মধুমিতার এই ট্রান্সফরমেশনের নতুন লুকে নজর কেড়েছেন আট থেকে আশি সকলের। নিজের নতুন রূপে মধুমিতা মুগ্ধ করেছেন অসংখ্য নেটিজেনকেও। দিনে দিনে বেড়েই চলেছে তাঁর নতুন ফ্যানদের সংখ্যা।মধুমিতা ও তাই নতুন নতুন বোল্ড এবং হট লুকে ছবি পোস্ট করে ভক্তদের উপহার দিতে ও ভোলেন না অভিনেত্রী।