বড়োদিনে মুক্তি পেল মৈনাক ভৌমিকের ‘চিনি’

নিজস্ব প্রতিনিধি: ক্রিসমাস উপলক্ষে বড়পর্দায় মুক্তি পেলো ‘চিনি’। ছবিটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক।

এক মা ও তাঁর মেয়ের সম্পর্কের গল্প রয়েছে ‘চিনি’তে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য,মধুমিতা সরকার ও সৌরভ দাস।

হঠাৎই একদিন মেয়ে আবিষ্কার করল তাঁর মা আগে যেমন ছিলেন,এখন আর আগের মতন নেই তিনি,পুরোপুরি বদলে গিয়েছেন।

মায়ের হঠাৎ এমন পরিবর্তন কী ভাবে ঘটলো,তা ভেবেও কুল কিনারা পেল না সে। কিন্তু তারপর?মেয়ে কি জানতে পারল কেন তাঁর মায়ের এই পরিবর্তন?

মায়ের এই পাল্টে যাওয়া কি আটকাতে পারল সে ? সব প্রশ্নের উত্তর নিয়েই বড়পর্দায় মুক্তি পেয়েছে চিনি।

হালকা শীতের আমেজ উপভোগ করতে করতে ক্রিসমাসের ছুটিটা পরিবার এবং বন্ধুদের সঙ্গে একবার চিনির স্বাদ নিয়ে আসতেই পারেন,মন্দ লাগবেনা।

প্রতিটি দর্শকদের ভালো লাগবে চিনি,এমনটাই আশা ছবির কলাকুশলীদেরও।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল