প্রথম পাতা বিনোদন ‘আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা’ — বলিউড বাদশাকে ভালোবাসার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

‘আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা’ — বলিউড বাদশাকে ভালোবাসার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

14 views
A+A-
Reset

বলিউডের বাদশা, রোমান্সের রাজা শাহরুখ খান আজ, ২ নভেম্বর, উদযাপন করছেন তাঁর জন্মদিন। ভোর থেকেই দেশজুড়ে এবং বিদেশে ছড়িয়ে থাকা ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় কিং খানকে।

এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শাহরুখ খানকে তিনি শুধুই তারকা হিসেবে নয়, “ভাই” হিসেবে দেখেন। তাই অভিনেতার জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় এক উষ্ণ বার্তা পোস্ট করে লেখেন, “আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা! তুমি তোমার অসাধারণ প্রতিভা এবং ক্যারিশমা দিয়ে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে থাকো।”

শাহরুখ খানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহু বছরের। কলকাতার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স-এর মালিক হিসেবে কিং খান প্রায়শই কলকাতায় আসেন। প্রতিবারই তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান।
শুধু তাই নয়, একসময় শাহরুখ খান ছিলেন বেঙ্গল ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি নিয়মিত আসতেন প্রধান অতিথি হিসেবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিং খানের ব্যক্তিগত সম্পর্কও বেশ উষ্ণ। কিছুদিন আগে যখন শুটিংয়ের সময় শাহরুখ খান আহত হয়েছিলেন এবং চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দেন, তখন মুখ্যমন্ত্রী নিজে ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।

আজ সেই ভাইয়ের জন্মদিনে আবারও ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় মমতার শুভেচ্ছা বার্তা মুহূর্তে ভাইরাল হয়েছে। হাজার হাজার মানুষ শেয়ার ও কমেন্ট করে জানাচ্ছেন, “এই সম্পর্ক রাজনীতি নয়, বাংলার ভালোবাসার প্রতীক।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.