বিয়ে করলেন ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায়, স্ত্রী, শ্বশুরবাড়ি ও নিজের পোশাক বানালেন নিজেই

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পিঁড়িতে বসলেন ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায়। পাত্রী হলেন মডেল-অভিনেত্রী সুচরিতা চক্রবর্তী।এদিন প্রমিতের বিয়ের আসরে বসেছিল চাঁদের হাট।করোনাবিধি বজায় রেখে জমজমাট হয়ে উঠেছিল বিবাহ অনুষ্ঠান।ছিল রকমারি বিয়ের মেনুও।

মহিলাদের তুলনায় প্রমিত সাধারণত পুরুষদের পোশাক তৈরি করতেই বেশি পছন্দ করেন।কিন্তু নিজের বিয়েতে তিনি শুধু নিজের নয়,স্ত্রী এবং শ্বশুরবাড়ির সকলের পোশাক নিজের হাতে তৈরি করেছেন। তাই প্রি ম্যারেজ শ্যুট থেকে শুরু করে রিসেপশন পার্টি সবটাই সম্পন্ন হয়েছে প্রমিতের তৈরি পোশাক পরে।

শহরে এই প্রথম কোনও ফ্যাশন ডিজাইনার নিজের এবং স্ত্রীর বিয়ের সমস্ত পোশাক নিজে বানিয়ে পরেছে।পোশাক গুলি স্বাভাবিক ভাবেই আমন্ত্রিতদের কাছে প্রশংসা ও পেয়েছে।কিন্তু জানেন কি,প্রমিতের সঙ্গে সুচরিতার পরিচয়টা আজকের নয়,দীর্ঘদিনের।তখনও প্রমিতের নিজেস্ব ব্র্যান্ড তসমের যাত্রা শুরু হয়নি।সুচরিতার অনুপ্রেরণাতেই বলা যেতে পারে প্রমিতের উত্থান।শুরু থেকেই তারা দুজন একে অপরের খুব ভালো বন্ধু।এবার সেই বন্ধুত্বেরই সিলমোহর পড়ল।তাদের আগামী জীবন সুখের হোক,সেই প্রার্থনাই রইলো।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল