ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল

দক্ষিণী থেকে হিন্দি—সব মিলিয়ে ৩৫০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রায় সাড়ে চার দশক ধরে ভারতীয় দর্শকদের মুগ্ধ করে রেখেছেন অভিনয়ের জাদুতে। সেই কিংবদন্তি মালয়ালম মেগাস্টার মোহনলাল এবার পাচ্ছেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান—দাদাসাহেব ফালকে পুরস্কার

শনিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়। ২০২৩ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মোহনলাল। এক্স হ্যান্ডেলে মন্ত্রকের পোস্টে লেখা হয়—“মোহনলালের অসাধারণ সিনেমা-যাত্রা দুই প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।”

আসন্ন ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহনলালকে এই সম্মান প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। মোহনলালের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লিখেছেন—“মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। গত কয়েক দশক ধরে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শককে সমৃদ্ধ করেছেন। মালয়ালমের পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি ছবিতেও তিনি অসাধারণ কাজ করেছেন। কেরালার সংস্কৃতির প্রতিও তাঁর গভীর অনুরাগ রয়েছে।”

এর আগে দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন মোহনলাল। কেরল থেকে শুরু করে তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি সিনেমার জগতে তিনি সাড়ে তিনশোর বেশি চরিত্রকে জীবন্ত করেছেন। তাঁর অভিনয়শৈলী আজও বর্তমান প্রজন্মের কাছে পাঠ্যবইয়ের মতো। সহকর্মী ও ভক্তদের কাছে তিনি প্রিয় ‘লালেত্তান’।

এবার সেই ‘লালেত্তান’-কেই ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দিচ্ছে দেশ।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

জুবিন গার্গের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল, মুখ্যমন্ত্রী মমতার শ্রদ্ধাজ্ঞাপন