টেলিভশনে মুক্তি পাচ্ছে দেব প্রযোজিত নতুন ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’

‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এ বার মুক্তি পাচ্ছে টেলিভিশনে। কোন চ্যানেলে?

ডেস্ক: এ এক অভিনব উদ্যোগ। করোনা পরিস্থিতিতে বিকল্প ভাবনা। কচিকাঁচাদের কথা ভেবে দেব প্রযোজিত নতুন ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এ বার মুক্তি পাচ্ছে টেলিভিশনে।

‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র প্রযোজক দেবের দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। প্রাথমিক ভাবে স্থির হয়েছিল সিনেমা হলেই মুক্তি পাবে এই ছবি। যাবতীয় প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মূলক যাদের জন্য এই ছবি, তাদের কাছে অধরাই থেকে যেতে পারে সিনেমা হলে মুক্তি পেলে। কারণ, শিশুদের করোনা সংক্রামিত হওয়ার আশঙ্কার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক ভাবেই পরিস্থিতি বিবেচনা করে কোনো রকমের ঝুঁকি নিতে চাইছে না প্রযোজক সংস্থা।

রূপকথার গল্প অবলম্বনেই তৈরি হয়েছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘ঠাকুরদার ঝুলি’র গল্প ‘সরকার মশাইয়ের থলে’ অবলম্বনেই তৈরি হয়েছে ছবিটি।

ছবির মূখ্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়,খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দ-সহ আরও অনেকে। ছবির বিশেষ আকর্ষণ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ। এই ছবির সংগীত পরিচালনা করেছেন কবীর সুমন।

আরও পড়ুন: বাঙালির হারিয়ে যাওয়া নস্টালজিয়াকে ফ্রেমবন্দি করার দায়িত্ব নিলেন অভিনেতা সমদর্শী দত্ত

প্রযোজক সংস্থা জানিয়েছে, ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পাচ্ছে স্টার নেটওয়ার্কে। স্টার জলসায় মুক্তি পাবে ছবিটি। পরে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেও। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ছবি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল