কলকাতা: বোল্ড লুকে ফের বাজিমাত করলেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করে তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন। স্টাইল স্টেটমেন্টে নিজেকে আলাদা জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন অভিনেত্রী।একের পর এক বোল্ড ছবি পোস্ট করে সর্বদাই শিরোনামে রয়েছেন বং বিউটি। অভিনেত্রীদের খোলামেলা পোশাক পড়াই এখন যেন ফ্যাশন ট্রেন্ড।সেই ট্রেন্ড মেনেই বোল্ড লুকে নিজেকে মেলে ধরেছেন নয়না।নয়না বাঙালি হলেও তিনি বহু বছর ধরে মুম্বাইতে থাকেন।
২০১৬ সালে রামগোপাল ভার্মার ছবি বঙ্গভীতিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে রূপালি পর্দায় পা রেখেছিলেন তিনি।এরপর ২০১৭ তে রামগোপাল ভার্মার ছবি ‘মেরি বেটি সানি লিওন বাননা চাহতি হ্যায়’তে কাজ করেছেন তিনি।ওয়েব সিরিজ ‘গানস এন্ড থিগস’ এবং পরিচালক তেজা মার্নির ছবি ‘জোহর’ এ অভিনয় করেছেন।হিন্দির পাশাপাশি টলিউডেও তাঁকে কাজ করতে দেখা যায় মাঝে মধ্যেই।তবে বড় পর্দায় নয়,চরিত্রহীন ওয়েব সিরিজের মাধ্যমে ওয়েবে ডেবিউ করেছেন তিনি।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজের সব কটি সিরিজ।রিল থেকে রিয়েল সবেতেই নেটিজেনের নজরে রয়েছেন এই বাঙালি অভিনেত্রী।নয়না সেক্সি লুকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করে সব সময় লাইমলাইটে থাকেন।নিয়মিত তিনি সোশ্যাল পেজে নতুন ছবি পোস্ট করে আগুন জ্বালান ভক্তদের মনে।নয়নার শারীরিক সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা।