কলকাতা: মুক্তি পেয়েছে ইন্দ্রাশিস আচার্যর সিনেমা ‘নীহারিকা’। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত এবং মল্লিকা মজুমদার।
এই ছবিতে দীপার চরিত্রে অভিনয় করেছেন অনুরাধা। যিনি শৈশবের অন্ধকার কাটিয়ে যৌবনে পা রেখেছেন। মায়ের মৃত্যুর পর দীপার জীবনে শুরু হয় একের পর এক কঠিন লড়াই। দীপার জীবনে শুরু হয় সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে অস্তিত্বের সংকট।

এই ছবিতে শিমুলতলার বাসিন্দা চিকিৎসক আকাশ ওরফে দীপার ছোটমামার ভূমিকায় অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার। তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটির নাম হল নীহারিকা। দীপা নিজের বাড়ি কলকাতা ছেড়ে অনেক দূরে, জন মানবহীন ছোটমামার বাড়ি শিমুলতলাতে চলে আসেন। ভালোবাসাহীন জীবনে দীপার একমাত্র অবলম্বন হয়ে ওঠে নীহারিকা। শিমুলতলাতে এসে নিজেকে নতুন করে আবিষ্কার করতে শুরু করেন দীপা।

সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ‘ভয়’ উপন্যাস অবলম্বনে ‘নীহারিকা’ ছবিটি তৈরি হয়েছে। মূল উপন্যাস থেকে খানিকটা পরিবর্তন হয়েছে। ‘বিল্লু রাক্ষস’, ‘পিউপা’, ‘পার্সেল’ এর পর ‘নীহারিকা’ ইন্দ্রাশিস আচার্যর চতুর্থ ছবি। ছবিটিতে গ্রীষ্ম, বর্ষা, শীত এই তিনটি ঋতুকে ব্যবহার করা হয়েছে। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন ইন্দ্রাশিস আচার্য।

জয় সরকারের তৈরি ‘নীহারিকা’ -র ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিটিকে এক অন্যমাত্রায় পৌঁছিয়ে দিয়েছে। এই ছবিতে শুধু অভিনয় নয়, গানও গেয়েছেন শিলাজিৎ মজুমদার। ছবিতে শিলাজিৎ মজুমদার ছাড়াও গান গেয়েছেন অবর্ণা রায়, শ্রাবণী রায়।‘নীহারিকা’ ছবিতে দীপার একাকীত্বতা কোনও না কোনও ভাবে প্রতিটি মানুষকে এক সুতোয় বেঁধে ফেলবে। তাই এই ছবিতে অভিনয়ের পাশাপাশি গানের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।