টাকা আত্মসাতের অভিযোগ! সাংবাদিক বৈঠক ডাকলেন নুসরত জাহান

প্রতারণায় নাম জড়িয়েছে অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহানের। তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এরই মধ্যে বুধবার দুপুর আড়াইটের সময় সাংবাদিক বৈঠক ডাকলেন বসিরহাটের সাংসদ।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তাঁর সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। তাঁদের বলা হয়েছিল, তিনবছরের মধ্যে রাজারহাট হিডকোর কাছে প্রত্যেককে থ্রি-বিএইচকে করে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু ২০২৩ সাল অর্ধেক কেটে যাওয়ার পরেও আজ পর্যন্ত ফ্ল্যাট পাননি কেউই। তাই বাধ্য হয়েই ইডির দ্বারস্থ হয়েছেন তাঁরা।

এই ঘটনায় যাঁরা প্রতারিত তাঁদের দাবি, রাকেশ সিং নামে আরও একজন ডিরেক্টর আছেন। তিনিই বলেছিলেন ফ্ল্যাট দেবেন। কিন্তু আজ পর্যন্ত ফ্ল্যাট মেলেনি। প্রতারিত ব্যক্তিরা গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন। আলিপুর কোর্টে দায়ের করা হয়েছে মামলাও। একই অভিযোগে সোমবার সন্ধ্যা নাগাদ, বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনকে নিয়ে আচমকা ইডি-র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

টিভি৯ বাংলার প্রতিবেদন অনুযায়ী, সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর হলেন রূপলেখা মিত্র। তিনি দাবি করেছেন, একটা সময় নুসরত ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। তবে ২০১৭ সালের পর থেকে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এবং রাকেশের সঙ্গে নুসরত সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন বলে দাবি করেছেন রূপলেখা।

তবে কী নিয়ে এ দিনের সাংবাদিক বৈঠক ডেকেছেন, তা অভিনেত্রী স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে, বিজেপি নেতাদের আনা অভিযোগের জবাব দিতেই এই সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল