‘দিদির দূত’ নুসরত, মমতার উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেবেন সাংসদ

ওয়েবডেস্ক : ‘দিদির দূত’ নুসরত জাহান। রাজ‍্য সরকারের উন্নয়নকে আরও বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন সাংসদ-অভিনেত্রী।

‘দিদিকে বলো’-র টুইটার হ্যান্ডেল থেকে শনিবার সকালে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে নুসরত বলছেন, গত ১০ বছরে বাংলার কোনায় কোনায় আমরা বাংলায় উন্নয়নের জোয়ার দেখেছি।

এই উন্নয়নকে আরও বাংলার মানুষের কাছাকাছি এবং ঘরে ঘরে পৌঁছে দিতে বাংলা নিজের মেয়েকে চায়। আমি দিদির পাশে আছি। আমি জানি, আপনারাও দিদির পাশে আছেন।

আরও পড়ুন : ‘অচেনা উত্তম’-এ ‘মহানায়ক’ শাশ্বত?

দিন কয়েক আগেই নুসরতের বিশেষ বন্ধু যশ হাতে তুলে নিয়েছেন গেরুয়া শিবিরের পতাকা। তবে যশের এই পদক্ষেপে সুর নরম হয়নি নুসরতের।

যে সময় যশ বিজেপিতে যোগদান করছিলেন, তখনও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে টুইট করে ভর্ৎসনা করেছিলেন নুসরত।

দিন তিনেক আগেই আবার ফাঁকা মাঠে বিজেপি-র সভার ছবি শেয়ার করে ‘পাওরি’ হচ্ছে বলে বিরোধী দলকে কটাক্ষ করেছিলেন নুসরত। যশের সঙ্গে তাঁরও পদ্ম শিবিরে নাম লেখানোর গুঞ্জন শোনা যাচ্ছিল।

কিন্তু নিজের কাজের মাধ্যমেই সেই জল্পনায় জল ঢেলে দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল