সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

চার হাত এক হল আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং বলি অভিনেত্রী পরিনীতি চোপড়ার। পঞ্জাবি রীতি মেনে মনের মানুষ রাঘবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি।

উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বসেছে এই বিবাহ বাসর। বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান এই হোটেলেই সম্পন্ন হয়েছে। শুক্রবারই উদয়পুরে এসে পৌঁছন রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়া। সিনেমা এবং রাজনীতির জগতের বহু তারকা উপস্থিত ছিলেন এই বিবাহে।

‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন আপ নেতা রাঘব চাড্ডা । বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা। কম যায় না কনেপক্ষও। বলিউড অভিনেত্রী পরিণীতির জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকতে উদয়পুরে উড়ে এসেছেন বন্ধু সানিয়া মির্জা, হরভজন সিং।

লেক প্যালেস থেকে নৌকোয় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। সবমিলিয়ে চার মাসের অপেক্ষার অবসান হল অবশেষে! আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পরিণীতি চোপড়া।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল