দার্জিলিংয়ের গায়ক প্রশান্ত তামাং আর নেই। রবিবার দিল্লির দ্বারকার এক হাসপাতালে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত এই শিল্পী। শনিবার সন্ধ্যায় গানের অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়াতেই শোকের ছায়া নামে বিনোদন জগতে।
এই দুঃসংবাদে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, দার্জিলিংয়ের ছেলে এবং কলকাতা পুলিশের সঙ্গে পেশাগত যোগ থাকায় প্রশান্ত রাজ্যের মানুষের কাছে বিশেষ প্রিয় ছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।
১৯৮৩ সালের জানুয়ারিতে জন্ম প্রশান্ত তামাংয়ের। পুলিশে চাকরি করতেই সুযোগ পান ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ের। বিতর্ক পেরিয়েও তিনি নেপালি সিনেজগতে প্রতিষ্ঠিত হন। সম্প্রতি ‘পাতাললোক ২’-এ তাঁর অভিনয় নজর কেড়েছিল। পাহাড়ি এই শিল্পীর অকালপ্রয়াণে এক অধ্যায়ের অবসান।