বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক: সোমবার বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বন্ধুসম বাবাকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন রচনা।সময়টা মোটেই ভালো যাচ্ছে না টলিপাড়ার তারকাদের।দিন কয়েক আগেই অভিনেত্রী কৌশনী মুখোপাধ্যায়ের মাতৃ বিয়োগ ঘটেছে।এবার প্রাণের থেকে ও প্রিয় মানুষটিকে হারিয়ে ফেললেন রচনা।অভিনেত্রীর বাবার বয়স হয়েছিল ৮৪ বছর।জানা গিয়েছে, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

তবে গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে।এরপর রচনা বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা।রচনার কাছে তাঁর বাবা ছিলেন বন্ধুসম। জীবনের দর্শন রচনা শিখেছিলেন তাঁর বাবার কাছ থেকেই। কীভাবে জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয়, তা পুরোটাই বাবা হাতে ধরে শিখিয়েছেন রচনাকে।তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের ‘মেঘমল্লার’ নামের বহুতলে।যদিও ইদানিং রচনার সঙ্গে তিনি আনন্দপুরের আরবানা কমপ্লেক্সে থাকতেন।কেরিয়ারের শুরু থেকে রচনার পাশে সব সময় ছিলেন তাঁর বাবা,তাই বাবাকে হারিয়ে পায়ের তোলা থেকে জমিটাই সরে গেছে অভিনেত্রীর।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল