রক্তচাপজনিত সমস্যা, হাসপাতালে ভর্তি হলেন রজনীকান্ত

ওয়েবডেস্ক : বড়দিনের সকালে ভক্তদের রক্তচাপ বাড়িয়ে হাসপাতালে ভর্তি হলেন থালাইভা। রক্তচাপ জনিত সমস্যার জেরেই এদিন সকালে আচমকা অসুস্থ বোধ করেন বছর সত্তরের এই অভিনেতা। শ্বাসকষ্টও শুরু হয় তাঁর। আর ঝুঁকি না নিয়ে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভরতি করানো হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একমাত্র রক্তচাপের সমস্যা ছাড়া আর কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই ‘থালাইভা’র। রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিক্যাল পরীক্ষাও।  করোনা সংক্রমণের কোনও লক্ষ্যণ নেই তাঁর। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি। তবে কী কারণে রক্তচাপ ওঠানামা করছে, তা এখনও বোঝা যাচ্ছে না।জানিয়েছে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতাল। 

চিকিৎসকদের এই কথাই একমাত্র আশ্বাস জুগিয়েছে তাঁর অনুগামীদের। প্রিয় তারকার অসুস্থতার খবর পেয়ে বড়দিনে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রত্যেকে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল