রাজনীতিতে আসছেন না সুপারস্টার রজনী, সিদ্ধান্ত পাল্টালেন থালাইভা

ওয়েবডেস্ক : এই মুহূর্তে রাজনীতিতে আসছেন না। টুইটারে বড় ঘোষণা থালাইভার।

সুপারস্টার রজনীকান্তের নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। ৩১ ডিসেম্বর নতুন দলের ঘোষণার কথা ছিল রজনীর। কিন্তু মঙ্গলবার দক্ষিণী ছবির মহাতারকা ভক্তদের নিরাশ করে জানিয়ে দিলেন, তিনি এই মুহূর্তে রাজনীতিতে আসছেন না। তাঁর এমন ঘোষণায় বহু মানুষ বিশেষত তাঁর অনুরাগীরা যে হতাশ হবেন তা স্বীকার করে রজনী সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

তবে প্রাতিষ্ঠানিক রাজনীতিতে না এলেও মানুষের সেবার কাজ তিনি চালিয়ে যাবেন, একথাও জানিয়েছেন রজনীকান্ত। সেই সঙ্গে জানিয়েছেন, অনেক মানসিক কষ্ট নিয়েই রাজনীতিতে না আসার এই ঘোষণা করছেন তিনি। তাঁর কথায়, ‘‘একমাত্র আমিই জানি এই ঘোষণা করতে কতটা কষ্ট হচ্ছে আমার।’’

আগামী বছরই তামিলনাডুতে নির্বাচন। আগামী জানুয়ারি থেকেই নতুন দল নিয়ে রাজ্য রাজনীতিতে আবির্ভূত হবেন তাঁদের প্রিয় থালাইভা, এই আশাতেই দিন গুন‌ছিলেন রজনী অনুগামীরা। গত সেপ্টেম্বরেই কোয়েম্বাটোরের রাস্তাতে রজনীকান্তের নামে পোস্টার লাগাতে দেখা গিয়েছিল তাঁদের। পোস্টারে লেখা ছিল, বর্তমান রাজনীতিতে একমাত্র রজনীকান্তই পারবেন পরিবর্তন আনতে। কিন্তু হঠাৎই দেখা গেল এমন ‘অ্যান্টি ক্লাইম্যাক্স’।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল