বোল্ড লুকে বাজিমাত করলেন রিয়া

ডেস্ক: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফের উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী রিয়া সেন। নিজের শরীর নিয়ে কোনও দিনই ছুৎমার্গ নেই মুনমুন তনয়ার। ক্যামেরার সামনে সাহসী হতে দ্বিধা বোধ করেন না অভিনেত্রী। নতুন ছবিটিতেও সেই আত্মবিশ্বাস স্পষ্ট হয়ে উঠেছে। ফিটনেসের ব্যাপারে বরাবরই সচেতন তিনি। রিয়ার জনপ্রিয়তা অভিনয়ের থেকে ও বেশি সোশ্যাল মিডিয়াতে।তাঁর ইন্সট্রাগ্রামে ফ্যান ফলোয়ারের সংখ্যা ও নেহাৎই কম নয়।নিজের স্টাইল স্টেটমেন্টে নজর কেড়েছেন অভিনেত্রী।

একের পর এক বোল্ড ছবি পোস্ট করে সর্বদাই শিরোনামে রয়েছেন বং বিউটি।খোলামেলা পোশাক পড়াই এখন যেন ফ্যাশন ট্রেন্ড।সেই ট্রেন্ড মেনেই বোল্ড লুকে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। রিয়ার পোস্ট করা নতুন ছবিতে খোলামেলা পোশাকে তাঁর যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে।রিল থেকে রিয়েল সবেতেই নেটিজেনদের নজরে রয়েছেন এই বাঙালি অভিনেত্রী।

ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সব সময় লাইম লাইটে থাকেন রিয়া। তিনি যতটা না ছবিতে অভিনয় করায় ব্যস্ত থাকেন,তার থেকে অনেক বেশি পরিচিতি পেয়েছেন নিজের হট লুকের জন্য।নতুন ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিমেষেই ভাইরাল হয়েছে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল