প্রথম পাতা বিনোদন রমরমিয়ে চলছে সৌম্যজিত আদকের ডেবিউ ছবি “অল্প হলেও সত্যি”

রমরমিয়ে চলছে সৌম্যজিত আদকের ডেবিউ ছবি “অল্প হলেও সত্যি”

285 views
A+A-
Reset

ডেস্ক: রমরমিয়ে চলছে রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্ট এর ব্যানারে সৌম্যজিত আদকের ডেবিউ ছবি “অল্প হলেও সত্যি”। শুক্রবার শহরের এক মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির জমজমাট প্রিমিয়ার শো।ছবি দেখতে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী সহ অন্যান্যরা।রবিবার ফের আয়োজন করা হয়েছে ছবির স্পেশ্যাল শোয়ের।শহর এগিয়ে চলছে নিজের মতো করে।সময়ের স্রোতে ভালোবাসার মানুষরাও অনেক দূরে চলে যেতে থাকে, তাদের আটকানো যায় না।আর তখনই মন চায় ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে।তাই বারবার কাছে পেতে ইচ্ছা করে নিজের পছন্দের সেই মানুষটিকে।

ভালোবাসতে ইচ্ছা করে, ভুল স্বীকার করে প্রথম থেকে আবার জীবন শুরু করতে ইচ্ছা করে।কিন্তু সময় বড় নিষ্ঠুর।আমরা যা চাই, তা পাইনা অনেক সময়।ঠিক তখনই সৃষ্টি হয় মনের মধ্যে এক ক্ষতর।সেই ক্ষতকে বুকে আঁকড়ে ধরে বাস্তবকে মেনে নিয়ে আমাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হয়।এমন একটি বিষয় ফুটে উঠেছে সৌমজিতের ছবিতে। অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বনিক, ঋষব বসু, শ্রীজনী মিত্র প্রমুখ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.