সলমনের বোন অর্পিতার হিরের কানের দুল চুরি! উদ্ধার করল পুলিশ

বাড়ি থেকে হিরের কানের দুল চুরি গিয়েছিল সলমনের খানের বোন অর্পিতার। পুলিশে অভিযোগ দায়েরের পরই গ্রেফতার এক ব্যক্তি।

ঘটনায় প্রকাশ, অর্পিতার খারের বাড়ি থেকে যে কানের দুলটি চুরি করেছিল, তার নাম সন্দীপ হেগড়ে। সে অর্পিতার বাড়িতে হাউসকিপিংয়ের কাজ করত।

গতকাল (মঙ্গলবার) রাতে চুরি গিয়েছিল ওই পাঁচ লক্ষ টাকা মূল্যের হিরের কানের দুল। পুলিশের কাছে অভিযোগে অর্পিতা জানিয়েছিলেন, তাঁর মেকআপ ট্রে থেকে নিখোঁজ হয়েছিল দুলটি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ

খার থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য একটি ১১ সদস্যের দল গঠন করা হয়েছিল। অভিযুক্ত চার মাস ধরে অর্পিতাদের বহুতলে কাজ করছিল। তার বাড়ি থেকেই চুরি যাওয়া হিরের কানের দুল উদ্ধার হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা দায়ের করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাকে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল