সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের খবরের মধ্যেই পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক

প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা ও তাঁর ক্রিকেটার স্বামী শোয়েব মালিকের দাম্পত্য কলহের খবর অনেকদিন ধরেই খবরের শিরোনামে। সম্প্রতি দু’জনের বিচ্ছেদের খবর পাওয়া গিয়েছিল। এরই মধ্যে দ্বিতীয় বার বিয়ে করলেন শোয়েব মালিক।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক। শনিবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিকাহের ছবি শেয়ার করে বিয়ের খবর জানিয়েছেন শোয়েব এবং সানা। ছবির পাশাপাশি ক্যাপশনে শোয়েব লিখেছেন, “আলহামদুলিল্লাহ। তোমাদের আমরা জুটি হিসেবেই বানিয়েছি।”

বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, শোয়েবের পরনে সাদা শেরওয়ানি, ওড়না। অন্যদিকে সানা জাভেদের পরনে আইভরি রঙের লেহেঙ্গা, জড়োয়া গয়না। প্রথম ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন শোয়েব-সানা। অন্যদিকে, দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে নতুন স্ত্রীর প্রেমে মগ্ন শোয়েবকে।

প্রসঙ্গত, ২০১০ সালে বিয়ে করেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। তাঁদের একটি পুত্র সন্তানও আছে। কয়েক মাস ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদের চর্চা চলছিল। কিন্তু কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল