বলিউডের বাদশা শাহরুখ খান এবার পেলেন জাতীয় পুরস্কার। দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে এই প্রথমবার রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন তিনি। মঙ্গলবার দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করেন কিং খান।
‘জওয়ান’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা
‘জওয়ান’ ছবিতে অভিনয়ের জন্য এ বছরের শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছেন শাহরুখ। তবে তাঁকে এই পুরস্কার ভাগ করে নিতে হয়েছে বিক্রান্ত ম্যাসের সঙ্গে। তাই ২ লক্ষ টাকা পুরস্কারমূল্যের অর্ধেক অর্থাৎ ১ লক্ষ টাকা পান তিনি। পুরস্কারের সঙ্গে শাহরুখকে একটি মেডেল ও স্মারক প্রদান করা হয়।
আবেগের মুহূর্ত
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সময় কালো স্যুটে হাজির ছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী পুজা দদলানি। সম্প্রতি কাঁধের অস্ত্রোপচারের জন্য হাতে ব্যান্ডেজ বেঁধেই হাজির হন অভিনেতা।
বহুদিনের দাবি পূরণ
‘স্বদেশ’ কিংবা ‘চক দে ইন্ডিয়া’র মতো ছবির জন্য শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়ার দাবি আগেই উঠেছিল। তবে এতদিনে সেই প্রত্যাশা পূরণ হল। প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে আনন্দিত কিং খান এখন প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর শুটিংয়ের জন্য।