২৬ দিন পর জামিন পেল শাহরুখ পুত্র আরিয়ান

ডেস্ক: ২৬ দিন পর জামিন পেল শাহরুখ পুত্র আরিয়ান। বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে শুরু হয় আরিয়ানের শুনানি। বুধবার আরিয়ান খান, আরবাজ মার্চেন্টও মুনমুন ধামেচার আইনজীবীর পক্ষের কথা শোনার পরই তিন অভিযুক্তের জামিনের শুনানি ফের স্থগিত রাখেন বিচারক। বৃহস্পতিবার ফের শুরু হয় শুনানি। দু পক্ষের সওয়াল জবাব শুনে অবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে শুধু আরিয়ানই নন, এদিন জামিন পান মুনমুন ও আরবাজও।  

তবে জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত রায় দেয়নি আদালত। তাই আজই জেল থেকে ছাড়া পাবেন না আরিয়ানরা। আগামিকাল জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানোর পরেই আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান। গত ৩ অক্টোবর থেকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-র হেফাজতে রয়েছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান । মুম্বইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে হানা দিয়ে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। এর আগে দু’বার আরিয়ানের জামিন বাতিল হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে জামিন পেলেন আরিয়ান।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল