প্রথম পাতা বিনোদন হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন সোনু সুদ! পুলিশি পদক্ষেপ নিয়ে মুখ খুললেন অভিনেতা

হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন সোনু সুদ! পুলিশি পদক্ষেপ নিয়ে মুখ খুললেন অভিনেতা

353 views
A+A-
Reset

খালি গায়ে, মাথায় হেলমেট ছাড়াই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছেন সোনু সুদ— এমন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে হিমাচল প্রদেশ পুলিশ। ঘটনাটি লাহুল-স্পিতির।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই বহু সমাজমাধ্যম ব্যবহারকারী ওই জেলায় পুলিশকে ট্যাগ করে ট্র্যাফিক নিয়ম ভাঙার অভিযোগ তোলেন। পুলিশ সুপার ইলমা আফরোজ় এক সরকারি বিবৃতিতে জানান, ভিডিয়োটি পুরনো হলেও (সম্ভবত ২০২৩ সালের), বিষয়টি তদন্তাধীন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেলং সদর দফতরের ডিএসপি-কে।

এদিকে ভিডিয়োটি নজরে পড়তেই প্রতিক্রিয়া দিয়েছেন সোনু সুদ। এক্স-এ তিনি লেখেন, ভিডিয়োটি আসলে একটি শুটিংয়ের অংশ। তিনি নিয়ম মেনে চলা নাগরিক, এবং সুরক্ষা নিয়ে বরাবর সচেতন। তবে কোন সিনেমা বা ওয়েব সিরিজ়ের জন্য শুটিং, তা স্পষ্ট করেননি তিনি।

পুলিশ তদন্ত চালালেও এখনো পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে কোনো সরাসরি শাস্তিমূলক পদক্ষেপের খবর মেলেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.