লখনউয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলে একসঙ্গে তিনটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
প্রথমত, আইপিএলে সর্বোচ্চ সংখ্যক অর্ধশতরানের মালিক হলেন তিনি। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করে ম্যাচে ৬৩তম হাফসেঞ্চুরি করেন কোহলি। এতদিন এই রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের (৬২) দখলে।
দ্বিতীয়ত, এক মরসুমে পাঁচ বার ৬০০ বা তার বেশি রান করার নজিরও গড়েছেন তিনি। আগেও ২০১৩, ২০১৬, ২০২৩ ও ২০২৪ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এবার ২০২৫ মরসুমে ৬০২ রান করে সেই সংখ্যা নিয়ে গেলেন পাঁচে।
তৃতীয়ত, একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করা প্রথম ক্রিকেটার হলেন তিনি। আরসিবির জার্সিতে তাঁর রান সংখ্যা এখন ৯০০৪। এর মধ্যে আইপিএলে তাঁর সংগ্রহ ৮৫৭৯ রান।
কোহলির ব্যাটে ভর করেই প্লে-অফে পৌঁছেছে আরসিবি। এই ম্যাচে ব্যাট হাতে যেমন নজির গড়েছেন, তেমনই দল হিসেবেও আইপিএলে ইতিহাসে নিজেদের জায়গা পাকা করল বেঙ্গালুরু।