আসছে সোনু সুদের ‘কিষাণ’, প্রশংসা করলেন বিগ বি

ওয়েবডেস্ক : সারা দেশের চোখ এখন কৃষক আন্দোলনে। বলা ভালো, দেশের স্পন্দন ধরা পড়েছে এই আন্দোলনে। সেই আবহের মধ্যেই এবার আসছে ‘কিষাণ’। কৃষকদের নিয়ে নতুন ছবি করতে চলেছেন সোনু সুদ।

ই নিওয়াস এবং রাজ শান্ডিল্যর পরিচালনায় কৃষকদের নিয়ে নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন সোনু সুদ। নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন সোনু সুদ। সেখানেই ‘কিষাণ’ ছবির কথা ঘোষণা করেন অভিনেতা।

ফিল্ম সমালোচক তরণ আদর্শও কিষাণ নিয়ে সোনুর নতুন ছবির বিষয়ে ঘোষণা করেন। তরণ আদর্শের ট্যুইটের পরই সোনু সুদের পরের সিনেমা কিষাণকে শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন।

অমিতাভের ট্যুইট দেখে তাঁকে পাল্টা ধন্যবাদ জানান সোনু সুদ। এদিকে কৃষক আন্দোলন নিয়ে যখন গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় সোনু সুদের এই ছবির ঘোষণা আলাদা মাত্রা যোগ করলো।

উল্লেখ্য, এর আগেও দিলজিৎ দোসাঞ্জ থেকে কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া থেকে স্বরা ভাস্কর বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার নাম জড়িয়েছে কৃষক আন্দোলন বিতর্কে। কেউ পক্ষে মুখ খুলেছেন তো কেউ বিপক্ষে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল