ধার শোধ না দিলে অশ্লীল মেসেজ! হ্যাকারদের কবলে তরুণ কুমারের নাতি সৌরভ

কলকাতা: সাইবার প্রতারণার ফাঁদে প্রয়াত অভিনেতা তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। টেলি অভিনেতা সৌরভের অভিযোগ, তাঁকে টাকার জন্য ব্ল্যাকমেল করা হচ্ছে।

জানা গিয়েছে, লালবাজারে সাইবার শাখার দ্বারস্থ হয়েছেন সৌরভ। বিদেশের নম্বর থেকে হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করেছেন তিনি। ভুয়ো লোন নেওয়া হয়েছে বলে হুমকি দিচ্ছে প্রতারকরা। তাঁর মোবাইলের কনট্যাক্ট লিস্ট ‘হ্যাক’ করা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্তরা।

নিজের ফেসবুর পেজে হোলির দিন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় সকলকে সতর্ক করে একটি পোস্ট করেন। জানা গিয়েছে, গত দু’দিন ধরে তাঁর কাছে একটি অজ্ঞাতপরিচয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসেছ। ফোনের ওপার থেকে একটি অজ্ঞাতপরিচয় কণ্ঠ তাঁকে হুমকির সুরে জানাচ্ছে, সৌরভ যদি অবিলম্বে ধার নেওয়া সাড়ে তিন হাজার টাকা না মেটান তবে তাঁর পরিচিতদের মোবাইল নম্বরে তাঁর নাম করে অশ্লীল মেসেজ পাঠানো হবে।

অভিনেতার দাবি, কয়েকজনের কাছে তেমন ছবি গিয়েছে। কারণ ইতিমধ্যেই তাঁর ফোন হ্যাক করা হয়েছে। অভিনেতা জানান, ব্লক করেও সমস্যার সমাধান হয়নি। এমনকী, তাঁকে একটি ছবি বিকৃত করে পাঠানো হয়। যাতে লেখা, ‘‘আমি সৌরভ বন্দ্যোপাধ্যায়। আমি এক জন যৌনকর্মী। আমি ওই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে চাই। আমার টাকা দরকার’’।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল