কলকাতা: বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা দেব তাঁর ফিল্মি ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করলেন। এই বিশেষ মুহূর্তটি উদযাপন করা হয় শুক্রবার তাঁর আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারে। এই অনুষ্ঠানে দেবকে কুড়ি বছরের পথচলার জন্য বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “দেব, তুমি সিনেমাজগতে কুড়ি বছরে পদার্পণ করছ। এটা আমাদের কাছে অত্যন্ত সুসংবাদ।” তিনি আরও বলেন, “তুমি খুবই ভালো অভিনেতা ও ভালো একজন মানুষ, কাজেই আমাদের শুভ কামনা থাকবে।” পুজোর কর্মসূচির জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, মানসিকভাবে তিনি দেব ও তাঁর টিমের সঙ্গে আছেন বলে জানান।
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় আপ্লুত দেব বলেন, “দিদি আমাদের কাছে একটা আবেগ। আমার রাজনীতিতে আসা তাঁর জন্যই।” তিনি সম্প্রতি বাংলা সিনেমার পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীর নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলারও মুক্তি পায়। ট্রেলারে পরিত্রাতার ভূমিকায় ‘রঘু ডাকাত’ রূপে দেবের অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। একইসঙ্গে, ছবির মুক্তির তারিখ পরিবর্তন করে ২৫ সেপ্টেম্বর করার ঘোষণা করা হয়, যা আগে ২৬ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।
দেব দর্শকদের কাছে বাংলা ছবির পাশে থাকার আবেদন জানিয়ে বলেন, “বাংলা ছবিকে ভালোবেসে এই ছবি যাতে সবাই দেখতে আসেন।” তিনি আরও বলেন, “কেমন লাগল?” বলে বরাবরের মতো দর্শকের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। এই বিশেষ দিনে তিনি ইন্ডাস্ট্রিকে আরও নতুন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন।