হিরোপন্তি ২ -এর অ্যাকশন দৃশের শ্যুটিং হবে রাশিয়ায়

ডেস্ক : ভারতে পৌঁছে গিয়েছে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক-ভি। এবার বলিউডের ছবি হিরোপন্তি ২’ এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিংও হতে চলেছে রাশিয়ায়।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এর পর ফের ‘হিরোপন্তি ২’ তে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধেছেন তারা সুতারিয়া। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সূত্রে খবর,আগামী মাসেই শ্যুটিং করতে রাশিয়ায় পৌঁছাবেন টাইগার, তারা, নওয়াজউদ্দিন সহ ছবির টিম।ছবির সমস্ত অ্যাকশন দৃশ্য এবং একটি গানের শ্যুটিং হবে সেন্ট পিটার্সবার্গ এবং মস্কো শহরে।

‘হিরোপন্তি ২’ তে থাকছে লার্জার দ্যান লাইফ সব অ্যাকশন সিকোয়েন্স।তাই একাধিক স্টান্ট ডিরেক্টর কাজ করবেন ছবিতে।তবে তার মধ্যে অন্যতম স্কাইফল খ্যাত স্টান্ট ডিরেক্টর মার্টিন ইভানো।

রাশিয়া যাওয়ার আগে ছবির সমস্ত কলাকুশলীকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন অপেক্ষা শুধুমাত্র পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।

আরও পড়ুন : ছোটপর্দা এবং বড় পর্দার পর এবার ওয়েবে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী মনামি

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল