মুক্তির আগেই বিতর্কে জড়াল ‘দ্য বেঙ্গল ফাইলস’। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রির বিরুদ্ধে বহরমপুর থানায় দায়ের হল এফআইআর। অভিযোগ, টিজারে হিন্দু দেব-দেবীদের অপমান এবং ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে
বহরমপুরের ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা বিপ্লব কুন্ডু এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ছবির টিজারে এমন কিছু বক্তব্য রয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। সনাতন ধর্মের ভাবধারাকে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। তাই আইনি ব্যবস্থার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
প্রসঙ্গত, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর টিজার সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, সৌরভ দাস, শাশ্বত চট্টোপাধ্যায়।
এর আগে ‘কাশ্মীর ফাইলস’, ‘তাসকন্দ ফাইলস’ ছবির জন্য বহু বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক। নতুন ছবিও যে একই পথে হাঁটছে, এই এফআইআর তারই ইঙ্গিত দিল।৫ সেপ্টেম্বর মুক্তির আগে ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে।