ডেস্ক: করোনার জেরে তালা ঝুলছে সিনেমা হল গুলোর দরজায়। তাই প্রেক্ষাগৃহে দেখানোর সুযোগ না পাওয়ায় শুক্রবার হইচই প্ল্যার্টফর্মে মুক্তি পেয়েছে ‘দ্য পার্সেল’ । ছবির পরিচালক ইন্দ্রাশিস আচার্য ।ছবির প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা নিজেই এবং তাঁর বিপরীতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে আসা একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে ছবির চিত্রনাট্য।সেই পার্সেলই ঘুরিয়ে দিয়েছিল এক দম্পতির জীবনের মোড়।এরপরই সুখের সংসারে নেমে আসে ঝড়,অবশেষে দাম্পত্যে ভাঙন ধরে। তারপর মনস্তাত্ত্বিক টানাপড়েন নিয়ে এগোয় ছবির গল্প।
আরও পড়ুন: ছোটপর্দা এবং বড় পর্দার পর এবার ওয়েবে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী মনামি
ছবিটি গত বছর মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে।কিন্তু অল্প কয়েক দিনের মধ্যে লকডাউন শুরু হওয়ায় ছবিটি দেখার সুযোগ ঘটেনি অনেকেরই।যদিও ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শীত হয়েছিল। শুধু তাই নয়, ইন্দ্রাশিস এই ছবির জন্য পেয়েছিলেন সেরা পরিচালকের পুরস্কারও।