সদ্যই শেষ হয়েছে ‘বাবা বেবি ও’ ছবির শ্যুটিং, সারোগেসির মাধ্যমে অবিবাহিত একা বাবার গল্প শোনাবে এই ছবি

ডেস্ক: সদ্যই শেষ হয়েছে ‘বাবা বেবি ও’ ছবির শ্যুটিং। ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন।ছবির সংগীত পরিচালনা করেছেন চমক হাসান। ‘বাবা বেবি ও’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।


ছবিতে যিশুর বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়।সিঙ্গল ফাদারের গল্প রয়েছে এই ছবিতে।সারোগেসির মাধ্যমে অবিবাহিত একা বাবার গল্প শোনাবে এই ছবি। যা কোনও বাংলা ছবিতে প্রথমবার দেখানো হবে।ছবির বেশ কিছুটা অংশের শ্যুটিং শান্তিনিকেতনে হয়েছে।

ছবিতে দেখা যাবে, যিশু সেনগুপ্ত সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন। তাদের জন্য খেলনা কিনতে গিয়েই সোলাঙ্কি অভিনীত চরিত্রটির সঙ্গে মুখোমুখি হয় যিশুর চরিত্র। সেই আলাপের সূত্রেই যিশুর ২ সন্তানের মায়ায় নাকি ধীরে ধীরে জড়িয়ে পরবেন ‘বিনি’ ওরফে সোলাঙ্কি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল